টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তার শামসুল আলম (৩৫) হোয়াইক্যং কানজরপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে হ্নীলার ওয়াব্রাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামশুল আলমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের কথা স্বীকার করেন। দীর্ঘদিন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন তিনি।
শামসুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
তারেকুর/বকুল