ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আইএমএফ ঋণ দিয়েছে’

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২১:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩
‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আইএমএফ ঋণ দিয়েছে’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা মন্দা, এরপরও বাংলাদেশ অনেক ভালো আছে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আইএমএফ বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন দিয়েছে।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

অলোক/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়