চাঁপাইনবাবগঞ্জ আ.লীগের কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২১:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদ্য বিজয়ী সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে বাহিরে একটি মাইক্রোবাসে অবস্থান করছিলেন। এসময় কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) চৌধুরী মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেদী/কেআই
আরো পড়ুন