ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত

২৫টির বেশি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে হয় এ কার্নিভাল। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকম।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি গঠনের পর থেকেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপনে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় টানা তৃতীয় বারের মতো এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি আমরা। কাজ শিখুন, কাজকে ভালবাসুন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো. রিফাতুর রহমান মিয়াজি বলেন, দেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার মূল লক্ষ্য হলো, যাতে আমরা দক্ষতা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের যারা টেক্সটাইল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, তারা আমাদের মতো শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নের সুযোগ দেবে, সেই প্রত্যাশা রাখছি।’

কার্নিভালে নেটওয়ার্কিং ও শিল্পজ্ঞান বাড়ানোর পাশাপাশি ছিল—সিভি বুধ, ফটোবুন, কালচারাল অ্যাক্টিভিটি, সার্টিফিকেশন, লটারি, ফ্যাশন শোসহ চমৎকার সব সেগমেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা রিফাতুর রহমান মিয়াজী। ইভেন্ট কনভেনরের দায়িত্বে ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. মোরশেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অ্যাপ্রোটেক্স গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আবরার আলম খান।

আরও উপস্থিত ছিলেন—জি স্টারের কান্ট্রি ম্যানেজার শফিউর রহমান, ঘরেইন হাইটেক ফেব্রিক্স লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ট্রু ফেব্রিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, ইউনিফিল কম্পোজিট ডায়িং মিলস লিমিটেডের প্রধান ডিজাইনার শওকত আলী সোহেলসহ দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিতে কর্মরত ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টগণ। অনুষ্ঠানে তারা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

রায়হান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়