ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

চাঁদপুরে অর্গানিক খাদ্য ও পণ্য মেলা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
চাঁদপুরে অর্গানিক খাদ্য ও পণ্য মেলা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অগ্রানিক খাদ্যের ব্যপারে মানুষের সচেতনতা এসেছে। অন্য খাদ্যের চাইতে কৃষক পর্যায়ে এই খাবার উৎপাদনে মাঠ পর্যায়ে সারের ব্যবহার কম হওয়ায় দাম কিছুটা বেশি। তবে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এই অর্গানিক খাদ্য সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখে।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ‘ভেজাল ও বিষ পণ্যের সময় শেষ, অর্গানিকে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুর পৌর ইদ ময়দানে মাসব্যাপী অর্গানিক খাদ্য ও পণ্য মেলা উদ্বোধন শেষ একথা বলেন তিনি। 

বাংলাদেশ অর্গানিক ফারমার্স এন্ড রিটেলার্স অ্যাসোসিয়েশন (বোফরা) আয়োজিত এ মেলায় ১০৭টি স্টল রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিষ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় খাদ্য পণ্যের সমাহার, অর্গানিক সেমিনার, গুণিজন সম্মাননার আয়োজন করা হয়েছে।

বোফরা চাঁদপুর জেলা কমিটির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং মেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোফরা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম তুষার, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মো. বেদুইন হায়দার লিও, অর্থ সম্পাদক মো. মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অমরেশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়