বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ফাইল ফটো
দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর পৌর এলাকার ইসলাম পাড়ায় একটি বাড়িতে রং করার সময় তিনি বিদ্যুতায়িত হন।
শাহিনুর ইসলাম বিরামপুর মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান আলীর ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শাহিনুর পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। রং করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
মোসলেম/কেআই
আরো পড়ুন