কুষ্টিয়ায় লালন দর্শনের কথা ও লালনের গান শুনলেন তুর্কি রাষ্ট্রদূত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে হেম আশ্রমে লালন দর্শনের কথা ও লালনের গান শুনলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
তিনি লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ্ জান্নাতের আমন্ত্রণে এ হেম আশ্রমে যান। সেখানে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টার যোগে হেম আশ্রমে পৌঁছালে তুরস্কের রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেওয়া হয়। পরে হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপণ করেন মোস্তফা ওসমান তুরান।
এরপর লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সঙ্গে কথা বলেন। এ সময় ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার (ওসি) মজিবুর রহমানসহ আমন্ত্রিত সুধীজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাধুদের পরিবেশনায় হেম আশ্রমে লালনের গান শোনেন তুর্কি রাষ্ট্রদূত।
কাঞ্চন/টিপু
আরো পড়ুন