ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৩  
৬ মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

অর্থ আত্মসাৎ মামলায় ৬ মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর আত্মগোপনে ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক দম্পতি। রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার বেলভুজা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, ‘২০১৩ সালে অর্থ আত্মসাৎ মামলায় শফিকুল ও ছাবিনাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দিন থেকে তারা পলাতক ছিলেন। পরে সাজা থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার দম্পতি পোল্ট্রি মুরগির খাদ্যের (ফিড) ব্যবসা করতেন। ইসলামি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন তারা। তবে সময়মত পাওনাদারদের অর্থ পরিষদ না করার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়