ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৫  
হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারা করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব হেডকোয়ার্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার  র‍্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের দেখানো মতো নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব দাবি করছে, বাবা-মায়ের চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোন মোসা. জেসমিন আক্তারের সাততলা বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে উঠেন। পরে বাসা থেকে কালো ব্যাগটি ফেলে দেন। আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব‍্যাগটি নিয়ে আসান। আসামি তার নিজ ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দিয়ে দেন।

ঘটনার পরম্পরার বর্ণনায় র‌্যাব বলেছে, সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা করেন ফয়সাল। তবে সেখানে তার অবস্থান নিরাপদ মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে তার বাবা হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান। ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও দেন। পরবর্তীতে ফয়সালের বাবা-মা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরাণীগঞ্জের বাসায় যান এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করেন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা দুটি হাসপাতালে চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল। 

ঢাকা/এমআর/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়