সাড়ে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. রকিব হাসান রফিক (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন জেলা পুলিশ।
এর আগে মঙ্গলবার ভোরে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক হওয়া রফিক রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোরের দিকে চর নতুন বন্দর পোর্ট গ্রামের বাসিন্দা রফিকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের ভেতরে থাকা ড্রয়ার ও সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় রফিককে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার বলেন, গ্রেপ্তার হওয়া রফিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাদশাহ সৈকত/ মাসুদ
আরো পড়ুন