ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফলাফলে পিছিয়েছে যশোর

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
ফলাফলে পিছিয়েছে যশোর

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে গতবারের চেয়ে ফলাফল খানিকটা খারাপ হয়েছে এই শিক্ষাবোর্ডের। 

গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯৮.১১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ হাজার ৮৭৮ জন।

আরো পড়ুন:

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। 

সমীর কুমার কুন্ডু বলেন, গত বছর তিনটি সাবজেক্টে পরীক্ষা হওয়ায় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা অনেক বেশি ছিল। এবার সব সাবজেক্টে পরীক্ষা হওয়ায় ফলাফল একটু খারাপ হয়েছে। 

এবার যশোর বোডের্র আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬। তবে এ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। এবার যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বেশিরভাগ শিক্ষার্থী তাদের ফলাফল অনলাইন ও এসএমএসের মাধ্যেম সংগ্রহ করেছে। তবে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উল্লাস প্রকাশ করেতে দেখা গেছে।

রিটন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়