ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী রকি আটক

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী রকি আটক

জয়পুরহাটে ৪টি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও হেরোইনসহ জাকারিয়া হোসেন রকি নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। 

বুধবার ভোরে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকারিয়া হোসেন রকি সদর উপজেলার পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

মেজর মোস্তফা জামান জানান, রকি জেলার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখতো যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খোলে। এছাড়াও সে প্রভাব খাটিয়ে বিভিন্ন বালু মহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দিতো। 

তিনি আরও জানান, বুধবার ভোরে পুরানাপৈল এলাকায় অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্ত্র ও মাদকসহ রকিকে হাতেনাতে আটক করা হয়। তার নামে জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
 

শামীম/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়