ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোর বোর্ডে খুলনা জেলা শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
যশোর বোর্ডে খুলনা জেলা শীর্ষে

প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে খুলনা জেলার শিক্ষার্থীরা। তলানীতে রয়েছে বাগেরহাট জেলা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে এতথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। 

৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।

এছাড়া নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোর জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় পাসের হার ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরা জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটের ৭৭ দশমিক ৬৫ শতাংশ।

খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা বলেন, খুলনার মধ্যে আমাদের কলেজের শিক্ষার্থীরা সবসময় ফলাফল করে থাকে। এবারও এইচএসসিতে কলেজের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছেন। এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১ হাজার ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। এছাড়া কলেজ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৮১৫ জন শিক্ষার্থী।

খুলনা এমএম সিটি কলেজের শিক্ষার্থী রোহান বলেন, ‘মা-বাবার মুখ উজ্জ্বল করতে এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার দিকে মনোনিবেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ, তার ফল আজ পেয়েছি। এবারের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি।

সৈয়দা রামিশা জাহিন নামের একই কলেজের অপর এক শিক্ষার্থী বলেন, ভালো রেজাল্ট করতে পেরে অনেক ভালো লাগছে।

নূরুজ্জামান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়