ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কষ্টিপাথরের দুই মূর্তি জাতীয় জাদুঘরে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩  
কষ্টিপাথরের দুই মূর্তি জাতীয় জাদুঘরে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি মাঠ খনন করার সময় উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের মূর্তি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জাদুঘরের তিন সদস্যের প্রতিনিধি দলের নিকট মূর্তিগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। 

আরো পড়ুন:

আরও পড়ুন: মাটি খননের সময় মিলল পৌনে ২ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে- স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় জাদুঘরের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাদুঘরের উপ-কিপার দিবাকর সিকদার, সহকারী কিপার গোলাম কাউছার ও তাহমিদুন নবী।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বিকেলে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির জমিতে নালা করার কাজ চলছিল। খননকালে সেখানে কাজ করা শ্রমিকরা দুটি মূর্তি দেখতে পান। পরে খবর পেয়ে প্রশাসন মূর্তি দুটি উদ্ধার করে। প্রশাসনের সহযোগিতায় রাতে জেলা ট্রেজারিতে মূর্তিগুলো সংরক্ষণ করা হয়।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়