ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩  
ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজীকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা ও তিনটি মুঠোফোন জব্দ হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ পৌরসভার ইব্রাহীম ফরাজির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ইব্রাহীম ফরাজী মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সহযোগী শাওন চাপরাশি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহীম ও শাওন দুই জনই পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দিয়ে আজ (রোববার) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ২৪০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ইব্রাহীম ফরাজী। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক নারীকে গ্রেপ্তার করেছিল। 

টুটুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়