ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি কর্মসূচি দিলে ‘পিচ কমিটি’ মাঠে নামে : গয়েশ্বর

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১১ মার্চ ২০২৩  
বিএনপি কর্মসূচি দিলে ‘পিচ কমিটি’ মাঠে নামে : গয়েশ্বর

বক্তব্য রাখছেন গয়েশ্বর রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় সব জায়গায় ইউনিয়নে পিচ কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা এখন পিচ কমিটি বানিয়েছে। তার চেয়ারম্যান হচ্ছেন ওবায়দুল কাদের।’

তিনি বলেন, ‘আমরা যেদিনই কর্মসূচি দেই, সেই দিনই পিচ কমিটি মাঠে নামে। ৭১-এর পর পিচ কমিটির যে দুর্দশা হয়েছিল, সেই অতীত ইতিহাস মনে রাখুন। ভবিষ্যতে যেন দুর্দশায় না পড়তে হয়।’

শনিবার (১১ মার্চ) দুপুরে ঢাকার ধামরাইয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধনে যোগ দিয়ে তিনি এ সব মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, ‘বড় বড় মেগা প্রকল্প থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তারা তিনগুণ চারগুণ টাকা এসব প্রকল্প থেকে লুট করে বিদেশে পাচার করেছে। আর এসব পাচার করেছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন এবং তার ঘরের লোক।’

মানবনন্ধনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ ধামরাই উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।
 

সাব্বির/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়