ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৩ মার্চ ২০২৩  
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীকরণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা শিক্ষক সমিতি আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পাঁচবিবি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, শামসুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেই। কিন্তু আমরা শ্রম অনুযায়ী পারিশ্রমিক পাই না। চাকরি করেও আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। আমরা আর্থিক নিরাপত্তাসহ আমাদের প্রাপ্য সম্মান চাই। এজন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নায্য দাবি মেনে নিয়ে শিক্ষক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবেন।

শামীম কাদির/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়