ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্ত্রীকে খুন করে স্বামী পলাতক, শ্বশুর-শাশুড়ি-দেবর গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৪ মার্চ ২০২৩   আপডেট: ০৯:০৬, ১৪ মার্চ ২০২৩
স্ত্রীকে খুন করে স্বামী পলাতক, শ্বশুর-শাশুড়ি-দেবর গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধূ খুনের মামলায় শ্বশুর-শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যা মামলার প্রধান আসামি নিহত গৃহবধূ মুক্তা আক্তারের স্বামী রাজু বয়াতি পলাতক রয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন-  নিহত গৃহবধূর শ্বশুর মো. পলাশ মন্ডল (৬০), শাশুড়ি আকলিমা খাতুন (৫০) ও দেবর বাদল মন্ডল (২১)।

সোমবার (১৩ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিংগাইরের চর উলাইল গ্রামের পলাশ মন্ডলের ছেলে রাজু বয়াতির (৩০) সাথে ছয় বছর আগে জয়মন্টপ পূর্ব ভাকুম গ্রামের সুরুজ পাট্রাদারের মেয়ে মুক্তা আক্তার (২২) এর বিয়ে হয়। এ দম্পতির ঘরে একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই মুক্তার শ্বশুর বাড়ির লোকজন এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। এক পর্যায়ে মানসিক নির্যাতন করলে স্বামীর বাড়ি থেকে গত ৮ মার্চ মুক্তা বাবার বাড়ি চলে আসেন। গত রোববার (১২ মার্চ) সকালে স্বামী রাজু তার বাবা-মায়ের পরামর্শে মুক্তার বাবার বাড়ি এসে আবারও যৌতুক দাবি করেন। দুপুরের দিকে মুক্তার মা রৌশন আরা বাড়ির বাইরে গেলে মুক্তার গলা চেপে শ্বাসরোধ করে চাকু দিয়ে কুপিয়ে রাজু পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মুক্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত মুক্তার মা রৌশন আরা রোববার রাতে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ প্রধান আসামির মা বাবা ও ভাইকে গ্রেপ্তার করে। পরে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো.কাইয়ুম খান বলেন, এ মামলার গ্রেপ্তার তিন আসামির শুনানি অনুষ্ঠিত হয়নি। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়