ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংমিস্ত্রির লাশ উদ্ধার  

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৭ মার্চ ২০২৩  
রংমিস্ত্রির লাশ উদ্ধার  

সাভারের একটি মডেল টাউনের ভেতর থেকে সম্রাট দেওয়ান (২৪) নামের এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার ভরারী মডেল টাউনের ভেতর বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া সম্রাট ফরিদপুরের নগরকান্দা থানার সুত্রাকান্দা গ্রামের লিটন দেওয়ানের ছেলে। তিনি হেমায়েতপুরের ফুলবাড়িয়া এলাকার ভরারী মডেল টাউনের ভেতরে থেকে রংমিস্ত্রির কাজ করতেন। 

সাভার মডেল থানার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল বলেন, স্থানীয়রা মাঠের ভেতর ত্রিপলের নিচে সম্রাটের লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সম্রাটের গলায় দাড়ির চিহ্ন রয়েছে। তবে তার শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছাউনির ভেতর আমরা একটি রশি ঝুলন্ত অবস্থায় পেয়েছি। 

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। কারণ ঘটনাস্থলে আমরা আত্নহত্যা করার আলামত পেয়েছি। বাকিটা চিকিৎসকরা তদন্ত করে জানাবেন। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়