ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘুমিয়ে থাকা মা-বাবার পাশ থেকে চুরি হলো তিন মাসের শিশু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ২১:৫৭, ১৭ মার্চ ২০২৩
ঘুমিয়ে থাকা মা-বাবার পাশ থেকে চুরি হলো তিন মাসের শিশু

বাগেরহাটের ফকিরহাটে ঘুমিয়ে থাকা বাবা-মায়ের কাছ থেকে তিন মাস বয়সী এক শিশু সন্তান চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশু সাজিদ ফরাজি ওই এলাকার কৃষক আবু সাঈদ ফরাজি ও মৌসুমি খাতুন দম্পতির ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

শিশুটির মা মৌসুমি খাতুন বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খাওয়ার পরে স্বামী ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে ছেলেকে একবার খাওয়াই। ভোরে ঘুম থেকে উঠে দেখি সাজিদ বিছানায় নেই।’

আবু সাঈদ ফরাজি বলেন, ‘গভীর রাতে আমি একবার বাহিরে গিয়েছিলাম। পরে ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি ছেলে বিছানায় নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও সাজিদকে পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনও শত্রু নেই। কে আমার বাচ্চা চুরি করে নিয়ে গেছে, কিছুই জানি না। আপনারা আমার ছেলেকে এনে দেন।’

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘শিশুটির খোঁজ পেতে পুলিশ অভিযান শুরু করেছে। পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টুটুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়