ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭ মামলার আসামির লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ১২:৩৫, ১৮ মার্চ ২০২৩
১৭ মামলার আসামির লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা থেকে মাসুদ আলম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১৭ মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। 

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার মোল্লা বাড়ির দরজা এলাকার একটি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মারা যাওয়া মাসুদ আলম নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের নুরুল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদ আলম বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন বলেন, আমরা প্রথমে লাশটি উদ্ধার করি। পরে জানতে পারি লাশটি মাসুদ আলমের। তার নামে মাদকসহ নানা অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পেয়েছি। মাসুদ আলম কিভাবে মারা গেছেন, নাকি মেরে ফেলা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

অমরেশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়