ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিশ্বের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৫ আগস্ট’

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৮ মার্চ ২০২৩  
‘বিশ্বের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৫ আগস্ট’

কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেছেন, ‘বিশ্বের সব থেকে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ওইদিন রাতে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেসময় শিশুদের পর্যন্ত হত্যা করা হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়।’ 

শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বরগুনার বেতাগীর চান্দুখালী বাজারে পথ সভায় ভাষণ দেওয়া সময় তিনি একথা বলেন।

সুভাষ চন্দ্র বলেন, ‘বিদেশ থেকে যারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন, তাদের দেশই মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে। তারা ঢাকায় আসেন  বিএনপি-জামায়েত ইসলামের সঙ্গে বৈঠক করেন। তাদের (বিদেশি) এসব মন্তব্যে সরকারের কিছু যায় আসে না। জনগণ এই বোমাবাজদের ক্ষমতায় আনবে না।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমিনুল ইসলাম শিপন, বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এ্যাটম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়