ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে নৌ-শোভাযাত্রা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ১৬:১৫, ১৮ মার্চ ২০২৩
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে নৌ-শোভাযাত্রা

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সাধারণ জনগণের সামনে তুলে ধরতে পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীতে ব্যতিক্রমী নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক ট্রলার অংশ গ্রহণ করে।

শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদারের উদ্যেগে এ শোভা যাত্রাটি বের করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই লোহালিয়া নদীর বগা লঞ্চঘাট এলাকায় জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে বগা লঞ্চঘাট থেকে শতাধিক ট্রলারযোগে শুরু হয় শোভাযাত্রা। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের ব্যানার সম্বলিত ট্রলারগুলো লোহালিয়া নদী থেকে কনকদিয়া নদীতে প্রবেশ করে। শোভাযাত্রায় বর্তমান সরকারের আমলে দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চিত্র ফুটিয়ে তোলা হয়। পরে শোভাযাত্রাটি কনকদিয়া নদী প্রদক্ষিণ শেষে পুনরায় বগা লঞ্চ ঘাটে গিয়ে শেষ হয়।

বগা লঞ্চ ঘাট এলকার স্থানীয় শাহজাহান হক জানান, নৌ-শোভাযাত্রাটি আমাদের এ এলাকায় একেবারে নতুন। শোভাযাত্রার মাধ্যমে পদ্মা সেতু, পায়রা সেতু ও পায়রা সমুদ্র বন্দরসহ দেশের যে উন্নয়ন বর্তমান সরকার করেছে তা ফুটিয়ে তোলা হয়েছে। 

সোহাগ হোসেন নামের অপর এক বাসিন্দা জানান, শোভাযাত্রাটি দেখে অনেক আনন্দ পেয়েছি। সরকারের অনেক উন্নয়ন সম্পর্কে জেনেছি। 

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। তার সেই উন্নয়ন সম্পর্কে জনগণকে জানাতেই এই আয়োজন। শতাধিক ট্রলারের মাধ্যমে এ শোভাযাত্রায় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। আমরা সরকারের উন্নয়নেরর চিত্র তুলে ধরতে আগামীতে আরও ব্যতিক্তমী কিছু আয়োজনের চেষ্টা করবো।’

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়