ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ০৮:২৪, ১৯ মার্চ ২০২৩
মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে হঠাৎ চলন্ত পিকআপভ্যানে আগুন লেগে পুড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কের সিএন্ডবি এলাকার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর চালক, হেলপার দ্রুত পিকআপভ্যান থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, পিকআপভ্যানটি ঢাকা থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। পিকআপ ভ্যানটির নিচে গ্যাস সিলিন্ডারের কাছে কোনো যন্ত্রাংশ হালকা করে লাগানো ছিলো। যখন স্পিডব্রেকারের ওপর দিয়ে পিকআপ ভ্যানটি গেছে তখন ঘর্ষণের কারণে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার ভেতর নিয়ন্ত্রণে আনি। মূলত অতিরিক্ত তাপমাত্রা ও স্পিডব্রেকারের সঙ্গে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়। এতে গাড়ির এক তৃতীয়াংশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সিলিন্ডার বিষ্ফোরণ হয়নি এবং এ ঘটনায় কোনো হতাহত হয়নি। 

সাব্বির/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়