বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷
রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জামাদারপুকুর বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন শাজাহানপুরের সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি নন্দীগ্রামের কোয়ালিটি ফিড কোম্পানিতে ক্যাজুয়াল কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এই দুর্ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক আশরাফুল ইসলাম (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চরলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিষয়গুলো নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত বলেন, সকালে সাব্বির মোটরসাইকেল করে নিজ বাড়ি থেকে নন্দীগ্রাম তার কর্মস্থলে যাচ্ছিলেন। জামাদারপুকুর বন্দরে নাটোরগামী মালবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে সাব্বির মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে রেখেছিলেন৷
নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনাম/টিপু
আরো পড়ুন