ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পেট্রোল ঢেলে ভাবিকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ২২:৫৭, ১৯ মার্চ ২০২৩
পেট্রোল ঢেলে ভাবিকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাররা গ্রামে লতিফা বেগম (৪২) নামের এক গৃহবধূকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার দেবর জালাল মিয়ার বিরুদ্ধে।

রোববার (১৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। লতিফা বেগম মো. জাকারিয়ার স্ত্রী ও একই উপজেলার কালঘড়া গ্রামের হেলাল সরকারের মেয়ে।

লতিফার স্বামী জাকারিয়ার অভিযোগ করে বলেন, ‘দুপুরে বাড়িতে পিঠা বানাচ্ছিল লতিফা। এ সময় পেছন থেকে এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জালাল। এতে লতিফার সারা শরীর দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বলেছেন, লতিফার অবস্থা সংকটাপন্ন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি লতিফার সঙ্গে জালালের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দীন আনোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সাবই সেখানে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘পরিবারের লোকজন রোগীর চিকিৎসায় সময় দিচ্ছেন, তাই আপাতত কিছু বলতে পারছেন না। অভিযোগের ব্যাপারে পরে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।’

পারভেজ/রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়