ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১০:৫৪, ২০ মার্চ ২০২৩
বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে অটোভ্যানের চালক নিহত হয়েছেন। বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। 

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন। তিনি ব‌লেন, আজ (সোমবার) সকালে আলুবোঝাই ভ্যানটি নিয়ে চালক শহরের জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাসটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছার প্রাণ হারান। দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিলো। তারা ঘটনার পরে বাস থেকে নিরাপদে নেমে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়