ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির পানি নিষ্কাশনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১৪:১৪, ২০ মার্চ ২০২৩
বৃষ্টির পানি নিষ্কাশনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সিলেট নগরীতে ভবনের গর্তে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। 

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সবুজবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ভবনের বেইজ ঢালাইয়ের জন্য খোঁড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। আজ (সোমবার) সকালে দুই শ্রমিক সে পানি নিষ্কাশনে পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লাশ দুটি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়