ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১৫:০১, ২০ মার্চ ২০২৩
আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন: আইজিপি

দুবাইয়ে অবস্থানরত আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে।  

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। 

আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সদস্য হত্যা মামলার আসামি আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেট নোটিশ জারির জন্য আবেদন জানানো হয়েছে। ইন্টারপোল আবেদন একসেপ্ট করেছে। তাকে গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে করণীয় সবকিছুই করা হচ্ছে। 

দুবাইয়ে এক ঝাঁক তারকা আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, তারা বিজ্ঞাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতেই পারেন, এরপরও পুলিশ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। 

নায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বলেন, তিনি ইতোমধ্যেই জামিন পেয়েছেন।  তবে আমি নিশ্চিত করতে চাই কারো বিরুদ্ধে অন্যায় হবে না।  

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ সাহাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়