মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় সাদ (৭) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও স্থানীয় জামাইল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র।
সোমবার (২০ মার্চ) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (সোমবার) সকালে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের জামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, সকালে মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় হোসেনপুরগামী একটি অটোরিকশা সাদকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রুমন/টিপু
আরো পড়ুন