টাঙ্গাইলে ‘বায়ান্ন থেকে একাত্তর’ আলোকচিত্র প্রদর্শনী শুরু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে তিন দিনব্যাপী ‘বায়ান্ন থেকে একাত্তর’ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন এ প্রদর্শনীর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আলোকচিত্র প্রদর্শনীর বিকল্প নেই। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, শিশুদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা সংস্কৃতিকর্মী সাম্য রহমান, প্রদর্শনীর আহ্বায়ব মুঈদ হাসান তড়িৎ, যুগ্ম আহবায়ক মির্জা তৌহিদুল ইসলাম সুলভ প্রমুখ।
প্রদর্শনীর আহবায়ক মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শতাধিক আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছি। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
শিশুদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা সংস্কৃতিকর্মী সাম্য রহমান বলেন, ‘মুক্তির গল্পের ইতিহাস এ আয়োজনে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
আলোকচিত্র প্রদর্শনী আগামী বুধবার (২২ মার্চ) পর্যন্ত চলবে।
কাওছার/ মাসুদ
আরো পড়ুন