ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

টাঙ্গাইলে ঘর পাচ্ছেন আরও ২৩৮ পরিবার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২১ মার্চ ২০২৩  
টাঙ্গাইলে ঘর পাচ্ছেন আরও ২৩৮ পরিবার

টাঙ্গাইলে মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন আরও ২৩৮ পরিবার। আগামিকাল (বুধবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিন টাঙ্গাইলের তিন উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

এর আগে টাঙ্গাইলে তিন ধাপে ২৯৬২টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর করা হয়। সেখানের বাসিন্দাদের স্বাবলম্বী করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্যানগাড়ি, সেলাই মেশিন বিতরণ ও মুদি দোকান প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এতে বাসিন্দারা স্বাবলম্বী হচ্ছেন। 

সোমবার (২০ মার্চ) প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম এ সময় উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রদানে ৩৬৩২টি ভূমি ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে দুই হাজার ৯৬২টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামিকাল (বুধবার) প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলা গৃহহীনমুক্ত ঘোষণাসহ ২৩৮টি ঘরের উদ্বোধন করবেন। 

কাওছার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়