ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১২:২০, ২১ মার্চ ২০২৩
রাজশাহীতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে চারটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের রেজাউল করিম (৩৮) ও শেরপাড়া গ্রামের আবু রায়হান ওরফে তোতা (৩০)। 

র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদেরও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়