‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে’
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন সারা দেশে রোল মডেল। তেমনি দেশের মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় জীবনমান উন্নতি করেছে। একইসঙ্গে চরাঞ্চলের মানুষেরও জীবন-মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর কুন্দেরপাড়া চরে জলবায়ু বিষয়ক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ উন্নয়ন কেন্দ্র এ গণশুনানীর আয়োজন করে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, জলবায়ুর প্রভাবে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশায় পাশে বর্তমান সরকার আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, ‘চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে বাড়িঘর উঁচু করতে হবে। কোনো জায়গা ফেলে রাখা যাবে না। আমরা নদীতে মাছ পাই না কেন, আমরা যখন মাছ ধরা বন্ধ করি অন্যদেশ তখন মাছ ধরা শুরু করে। সেজন্যই মাছ পাওয়া যায় না নদীতে।’
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এম আবদুস সালামের সভাপতিত্বে গণশুনানীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন, পানি ও জলবায়ু বিজ্ঞানী ড. আইনুন নিশাত, সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশীষ গুপ্ত ও লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের সঞ্চালয়নায় এ অনুষ্ঠানে জলবায়ুর প্রভাবে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষের বন্যা, খড়া ও নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি তুলে ধরেন চরাঞ্চলের বাসিন্দা সফুরা বেগম, লাইলী বেগম, সাবানা বেগম, লাল মিয়া প্রমূখ।
পরে অনুষ্ঠানে জলবায়ু যোদ্ধা হিসেবে স্বীকৃতি অর্জন করা চরাঞ্চলের ১০ নারীসহ ১২ জনের গলায় মেডেল পরিয়ে দেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। গণশুনানী অনুষ্ঠানে সহস্রাধিক নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থীসহ চরাঞ্চলের বসবাসরত মানুষরা অংশ নেয়।
শামীম/বকুল
আরো পড়ুন