ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২২ মার্চ ২০২৩   আপডেট: ১৭:৫৬, ২২ মার্চ ২০২৩
কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে এই ঘটনা ঘটে। বাবু মিয়া ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় মাটি কাটার কাজ করেন বাবুর মামা আব্দুল গফুর। মঙ্গলবার ওই গ্রামের আজিজ কমান্ডারের বাড়ির পাশে পুকুরের মাটি কাটার সময় একটি ভারি লোহার বস্তু (মর্টারশেল) পান তিনি। পরে সেটিকে গুপ্তধন ভেবে বাবুকে এনে দেন তিনি। রাতে বাবু মর্টারশেল কেটে গুপ্তধন বের করতে গেলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে বাবুর ডান পায়ের গোড়ালিসহ হাঁটুর কাছাকাছি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এবং অপর পা ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এদিকে, এ ঘটনার পর থেকে বাবুর মামা গফুর পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি স্বাধীনতা যুদ্ধের সময়ের।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, এটি পরিত্যক্ত মর্টারশেল ছিল। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সৈকত/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়