ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২২ মার্চ ২০২৩  
রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বিনাশ্রম মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- পলান চন্দ্র কটু (৪৫)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, ‘আসামি কটু মাঝেমধ্যে ওই শিশুর বাড়ি যেতেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শিশুটিকে কিছু খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহনপুর থানায় মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ও সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত।’

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়