ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ২ ছাত্র নিহত 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২২ মার্চ ২০২৩   আপডেট: ২১:৩৮, ২২ মার্চ ২০২৩
শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ২ ছাত্র নিহত 

ছুরিকাঘাতে আহত ছাত্র

পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরিকাঘাতে নাফিস (১৬) ও মারুফ (১৬) নামের দশম শ্রেণির দুই ছাত্র নিহত হয়েছে। 

বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর তাদের ছুরিকাঘাত করা হয়। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে একে অপরকে চর-থাপ্পড় মারে। আজ বিকালে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়াম। এ সময় ব্রিজের উপর আগে থেকে ওঁৎপেতে থাকা নবম শ্রেণির রায়হান, নাইম ও হাসিবুলসহ কয়েকজন তাদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে নেওয়ার পথে নাফিস ও মারুফের মৃত্যু হয়। 

নিহতের সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।  
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়