শেরপুরে ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেরপুরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মো. আব্দুল মান্নান (৮০) নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ মার্চ) নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ঘাকপাড়া একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ঘাকপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ এলাকার অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন এলাকার কয়েকজন চিহ্নিত দুষ্কৃতিকারী অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে বাধা সৃষ্টি করে ব্যানার ছিড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। এরপর তারা মো. আব্দুল মান্নানসহ অতিথিদের মঞ্চ থেকে নামিয়ে দেয়। পরবর্তী সময়ে এমন কোনো অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে অতিথি করলে দেখে নেয়ারও হুমকি দেয় তারা।
এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানের আয়োজক, মঞ্চে থাকা অতিথিবৃন্দ ও এলাকাবাসীরা প্রতিবাদ মিছিল করে। পরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে জমায়েত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
মো. আব্দুল মান্নান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে দুষ্কৃতকারীদের নাম ব্যানারে না থাকায় তারা অনুষ্ঠান বানচাল করতে এ ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অভিযোগ পেয়েছি। এলাকার দুই পক্ষের মধ্যে কোন্দলের জেরে ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপোষ মিমাংসা করা হয়েছে।
তারিকুল/তারা
আরো পড়ুন