ঢাকা     বুধবার   ০৭ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

শিবপুরে বাস-ট্রাক-মোটরসাইকেলে সংঘর্ষ, একজনের অবস্থা আশঙ্কাজনক 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৪:৪৫, ২৩ মার্চ ২০২৩
শিবপুরে বাস-ট্রাক-মোটরসাইকেলে সংঘর্ষ, একজনের অবস্থা আশঙ্কাজনক 

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকায় বাস-ট্রাক ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন, ঢাকার মিরপুরের মৃত হারুন অর রশিদের ছেলে ট্রাকচালক মো. ফরহাদ (৪০), ট্রাকের হেল্পপার যাত্রাবাড়ির ভাঙ্গাব্যারেজ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৭), ট্রাকের যাত্রী যাত্রাবাড়ির কাজলা এলাকার মো. সুবহান বেপাড়ির ছেলে সুমন (৩৪) ও মফিজউদ্দীন এর ছেলে আব্দুল আলী (৩৫)। 

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পেছনে থাকা একটি মোটরসাইকেল আরোহীও এ দুর্ঘটনায় শিকার হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। ট্রাকচালক ফরহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কবির মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় কেউ মারা যাননি, চার জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়ক থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। 

হৃদয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়