ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাবিতে র‌্যাগিংয়ের দায়ে ১৬ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৭:১৩, ২৩ মার্চ ২০২৩
শাবিতে র‌্যাগিংয়ের দায়ে ১৬ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ফাইল ফটো

র‍্যাগিংয়ের দায়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১৬ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও এক ছাত্রীকে মারধর করায় ১ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছ।

বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, র‌্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা শিক্ষাজীবনে আর হলে থাকতে পারবে না।’

ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, এছাড়া, এক ছাত্রীকে মারধর করায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য এক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নূর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়