ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে চেয়ারম্যানের নির্দেশে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী বটগাছ

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৭:২২, ২৩ মার্চ ২০২৩
ধামরাইয়ে চেয়ারম্যানের নির্দেশে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী বটগাছ

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া হাটের শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এই রিপোর্ট লেখার সময় গাছটি কাটা হচ্ছিল।  

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে বটগাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী এবং বারবাড়িয়া হাটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা জানান, চেয়ারম্যান কাদের মোল্লা বৃহস্পতিবার সকালে গাছটি কেটে ফেলার জন্য পাঁচজন শ্রমিক নিয়োগ করেন। স্থানীয় লোকজনের সামনেই তারা শ্রমিকদের প্রথমে ডালপালা ও পরে গাছের গোড়ার অংশ কেটে ফেলার নির্দেশ দেন। একটি বড় ডাল সকালেই কেটে ফেলা হয়েছে। আরও একটি বড় ডাল কেটে ফেলার জন্য শ্রমিকেরা কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে শ্রমিকরা গাছ কাটা শুরু করে। এর আগেও গাছটির একটি বড় ডাল তার নির্দেশে কাটা হয়েছে।’

বারবাড়িয়া হাট কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘আমি গাছ কাটার বিষয় জানি না। বটগাছ কাটতে কাউকে কোনো নির্দেশ দেইনি। হয়তো চেয়ারম্যান এটি কাউকে কাটতে বলতে পারেন। তবে আমার বিষয়টি জানা নেই।’

বিষয়টি জানতে কাদের মোল্লাকে ফোন করা হলে তিনি নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘বট গাছ কাটা হয় নাই। ঘর মেরামত করার জন্য ডাল কাটা হচ্ছে।’

ধামরাই উপজেলা বন কর্মকর্তা মো. মোতালিব-আল-মোমিন বলেন, ‘হাটের বটগাছ বন বিভাগের সম্পত্তি। অনুমতি ছাড়া এটি কাটা হলে সর্বনিম্ন ৬ মাসের জেল ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে।’

তিনি বলেন, ‘বারবাড়িয়া হাটের বটগাছটি কাটার অনুমতি দেওয়া হয়নি। এটি কাটার কোনো আবেদনও পাইনি। গাছ কাটা বন্ধে এখনই আমাদের কর্মকর্তা পাঠাবো সেখানে। যারাই এর সঙ্গে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাব্বির/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়