ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুন্দরবন থেকে ৮২ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ২০:০৬, ২৩ মার্চ ২০২৩
সুন্দরবন থেকে ৮২ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন পূর্ব বিভাগের আংটিহারা এলাকা থেকে হরিণের ৮২ কেজি মাংস ও ২০টি পা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরা শিকারিরা হরিণের মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানিয়েছেন। 
   
তারেক আহমেদ জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) রাতে কয়রা স্টেশনের সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। সেই সময় সুন্দরবনের আংটিহারা এলাকা দিয়ে একদল চোরাশিকারি নৌকায় করে হরিণের মাংস পাচার করছিল। তাদের দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে। পরে নৌকায় লুকানো হরিণের মাংস ও পা ফেলে রেখে রাতের আঁধারে বনের গহীনে পালিয়ে যায়।

জব্দ করা হরিণের মাংস, পা এবং কাঠের নৌকা পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবনের খাসিটানা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। 

উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান এই কর্মকর্তা। 
 

টুটুল/বকুল    

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়