ঢাকা     বুধবার   ০৭ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৩ মার্চ ২০২৩  
চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় মামুন আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই মামলায় ৩ আসামিকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। মামুন সদর উপজেলার চকলামপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ‘২০১৬ সালের ৭ সেপ্টেম্বর শিবগঞ্জের পুরাতন বাররশিয়া এলাকায় পুলিশের হাতে ১ হাজার ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন মামুন। এ ঘটনায় দুই জনকে আসামি করে মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম রসুল। ২০১৬ সালের ১৬ নভেম্বর ৪ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে চার্জশীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক সরোয়ার রহমান।’

মেহেদী/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়