ঈদের আগে ৪দিন এবং পরে ৫দিন চলবে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রমজানের ঈদকে সামনে রেখে প্রথমবারের মতো ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন চাঁদপুর-সিলেট রুটে ১টি স্পেশাল ট্রেন চলবে। এটি ৮ কোচের ট্রেন হবে।
শুক্রবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার।
তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলকভাবে আমাদের অনুরোধে চাঁদপুর সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে এর আদেশ কপির চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকেট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব ষ্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ের আরো একটি শুভ সূচনা হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, তবে পূর্বের মতো চাঁদপুর-চট্টগ্রাম রুটেও ২টি স্পেশাল ট্রেন চলবে। এতে করে ঈদে ঘরমুখো এবং ঈদপরবর্তী কর্মমুখী মানুষের ঢলের চাপ অনেকটাই কম হবে। আমরা সবাইকে রেলওয়ের এই সুবিধাটুকু জানিয়ে দিতে চাচ্ছি।
জয়/টিপু
আরো পড়ুন