ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজান নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘেরের কর্মচারী মাছুম মন্ডল মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, গতকাল রাতে বিল্লাল হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে লোকমুখে শুনতে পান তার স্বামীর মরদেহ মাছের ঘেরে পড়ে আছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা কিনা সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে।’
শাহীন/কেআই
আরো পড়ুন