অটোরিকশাকে চাপা দিলো বাস, নিহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুই জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।
আহতরা হলেন- শিশু নুসরাত জাহান (৭) এবং অটোরিকশা চালক মাজারুল (৩৮)। গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রুবেল/ মাসুদ
আরো পড়ুন