ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদের নিচে আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ২০:৩৭, ২৪ মার্চ ২০২৩
চাঁদের নিচে আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য

মাগুরায় চাঁদের নিচে আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চাঁদের নিচে আলোকবিন্দুটি দেখা যায়। এ সময় অনেকেই চাঁদ দেখতে ঘর থেকে বাহিরে চলে আসেন।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার আকাশে প্রতিদিনের মতো চাঁদ উঠে। কিন্তু চাঁদের নিচে লাগোয়া আরেকটি আলোকবিন্দু জ্বলজ্বল করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, চাঁদের নিচে এমন আলোকবিন্দু বিরল মহাজাগতিক ঘটনা। তবে, এ ঘটনার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এদিকে, চাঁদের ছবি দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকে ফোন করে চাঁদ দেখতে বলছেন। অভিনব এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাঁদ নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুজব।

মহম্মদপুর সদরের বাসিন্দা ও চিত্তবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওয়াহীদ হোসেন বলেন, ‘দেখে মনে হচ্ছে চন্দ্রহার। চাঁদের নিচে একটি লকেট। এ ধরনের ঘটনা বিরল।’

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়