ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ২০:৪৩, ২৪ মার্চ ২০২৩
এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি!

গাজীপুরে নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মাহি নিজের মালিকানাধীন ফারিশতার সামনে থেকে ফেসবুক লাইভে আসেন।

লাইভে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। গেল বছরের মতো এবারও ইফতার সামগ্রী নিয়ে এসেছেন বলে জানান। ফারিশতায় সব সুস্বাদু ও মানসম্মত খাবার পাওয়া যাচ্ছে বলে সবাইকে এই রেস্টুরেন্টে আসার আহ্বান জানান। এ সময় মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকারও ছিলেন।

এর আগে, গত বছর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার।

উল্লেখ্য, গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে গ্রেপ্তারের দিনেই পেয়েছিলেন জামিন।

এর মধ্যে, এবার নিজের রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে সন্তানসম্ভবা এ নায়িকাকে।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়