ঢাকা     শুক্রবার   ০২ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ২২:০৫, ২৪ মার্চ ২০২৩
লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

খালেদা বেগম রশিদা। ফাইল ফটো

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে খালেদা বেগম রশিদা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) ভোরে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটে এ ঘটনা ঘটে। রাশিদা অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন রাশিদা। আঙ্গারিপাড়া রেলগেটে অতিক্রম করার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আল রাজী বলেন, ‘এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।’

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়