ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক কারাগারে 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৫ মার্চ ২০২৩  
ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক কারাগারে 

ট্রাকটি জব্দ করেছে পুলিশ

ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের (ডিসি) সরকারি গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক। ঘটনার সময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ওই গাড়িতে ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি।  

এ ঘটনায় ট্রাকচালক পারভেজ মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

পারভেজ মোল্লার বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। তার বাবার নাম মজিবুর মোল্লা। পারভেজ মোল্লা একটি কোম্পানির মালামাল ডেলিভারির কাজ করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিলো প্লাষ্টিকের পাইপ ভর্তি ট্রাকটি। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়। 

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, ওই সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। 

অলোক সাহা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়